Skip to main content
TikTok LogoTikTok Logo
নিরাপত্তা ও ভদ্রতা

নিরাপত্তা ও ভদ্রতা

সর্বশেষ আপডেট: মার্চ ২০২৩

শারীরিক ও মনস্তাত্ত্বিক নিরাপত্তা ব্যক্তিস্বাস্থ্যের ভিত্তি গড়ে তোলে, এবং ভদ্রতা একটি সমৃদ্ধ কমিউনিটির চাবিকাঠি। সভ্য হওয়ার অর্থ এই নয় যে মানুষকে সর্বদা একমত হতে হবে, বরং এর মানে হলো প্রত্যেকের অন্তর্নিহিত মর্যাদাকে স্বীকৃতি দেওয়া এবং অন্যদের সাথে আচরণের সময় কর্ম, কথায় এবং বাচনভঙ্গিতে শ্রদ্ধাশীল হওয়া।

হিংসাত্মক আচরণ এবং অপরাধমূলক কার্যকলাপ

আমরা মানুষকে এমনভাবে একত্রিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যা শারীরিক দ্বন্দ্বের দিকে নিয়ে যায় না। আমরা জানি যে, সহিংসতামূলক অনলাইন কনটেন্ট ব্যবহারিকভাবে ক্ষতিসাধন করতে পারে। আমরা এমন কোনো সহিংস হুমকি, সহিংসতার প্ররোচনা, বা অপরাধমূলক কার্যকলাপ প্রচারের অনুমতি দিই না যা কোন মানুষ, প্রাণী বা সম্পত্তির ক্ষতিসাধন করতে পারে। যদি কোনো মানুষের জীবনের ওপর, বা গুরুতর শারীরিক আঘাত ঘটার মত, নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য এবং আসন্ন হুমকি থাকে, তাহলে আমরা তা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে বিবৃত করি।

সহিংসতার চিত্র বা উল্লেখ রয়েছে এমন কনটেন্টের বিষয়ে আমরা কীভাবে পদক্ষেপ নিই তার বিশদ বিবরণেরজন্য, শকিং অ্যান্ড গ্রাফিক কনটেন্ট দেখুন৷

অনুমতি নেই

  • কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে হুমকি দেওয়া বা শারীরিক আঘাত করার ইচ্ছা প্রকাশ করা
  • সহিংসতা প্রচার করা বা উস্কানি দেওয়া, যেমন আক্রমণের জন্য গণ-আহ্বান জানানো, অন্যদের আক্রমণ করতে উৎসাহিত করা এবং অন্যদের ভয় দেখানোর জন্য মানুষকে কোন নির্দিষ্ট স্থানে অস্ত্র আনার সুপারিশ করা
  • যে কোনো ধরনের চুরি, বা সম্পত্তি বা প্রাকৃতিক পরিবেশের অপরাধমূলক ধ্বংসের প্রচার
  • মানুষ, প্রাণী বা সম্পত্তির ক্ষতি করতে পারে এমন অপরাধমূলক ক্রিয়াকলাপ কীভাবে করতে হবে তার নির্দেশাবলী প্রদান করা

অনুমোদিত

  • সম্পূর্ণ কাল্পনিক পরিস্থিতিতে সহিংসতার হুমকি (যতক্ষণ না বাস্তব জগতের কোনো প্রাসঙ্গিকতা বা উল্লেখ না থাকে)

ঘৃণামূলক বক্তব্য এবং ঘৃণাজনিত আচরণ

TikTok আমাদের কমিউনিটির সদস্যদের বিচিত্র পটভূমি দ্বারা সমৃদ্ধ। আমাদের পার্থক্যকে বিভক্তির কারণ না বানিয়ে বরং সম্মান করা উচিত। আমরা কোনো বিদ্বেষপূর্ণ আচরণ, ঘৃণামূলক বক্তৃতা, বা ঘৃণাজনিত মতাদর্শের প্রচারের অনুমতি দিই না৷ এর মধ্যে এমন কনটেন্টও অন্তর্ভুক্ত যা সংরক্ষিত বৈশিষ্ট্যের কারণে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে আক্রমণ করে, যার মধ্যে রয়েছে:

  • বর্ণ
  • জাতিসত্তা
  • জাতিগত উৎস
  • জাতি
  • ধর্ম
  • উপজাতি
  • অভিবাসন অবস্থা
  • লিঙ্গ
  • লিঙ্গ পরিচয়
  • সেক্স
  • যৌন অভিযোজন
  • অক্ষমতা
  • মারাত্মক রোগ

বিদ্বেষপূর্ণ মতাদর্শ হল এমন সব বিশ্বাস ব্যবস্থা, যা জাতিগত আধিপত্য, লিঙ্গ বিদ্বেষ, এলজিবিটিকিউআইএ+ বিদ্বেষী এবং ইহুদি বিদ্বেষের মতো সংরক্ষিত বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে ব্যক্তিদের বর্জন, নিপীড়ন বা অন্যথায় বৈষম্য করে।

সংরক্ষিত বৈশিষ্ট্যগুলো হল এমন সব ব্যক্তিগত বৈশিষ্ট্য যা নিয়েই আমরা জন্মগ্রহণ করি, যা অপরিবর্তনীয়, বা গুরুতর মানসিক ক্ষতি ছাড়া পরিবর্তন করা সম্ভব নয়, এবং যার ফলে অসামঞ্জস্যপূর্ণ দোষারোপের সৃষ্টি হতে পারে। এছাড়াও, আমরা ব্যবহারকারীদের জন্য বয়স সম্পর্কিত কিছু নিরাপত্তা প্রদান করি এবং আমাদের কাছে অতিরিক্ত তথ্য থাকলে তাদের অন্যান্য সংরক্ষিত বৈশিষ্ট্যগুলোও বিবেচনা করতে পারি, যেমন কোনো স্থানীয় বেসরকারি সংস্থা (NGO) যদি আমাদের নির্দিষ্ট আঞ্চলিক তথ্য দেয়। উপরের বৈশিষ্ট্যগুলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এবং আন্তর্জাতিক নিয়মাবলী দ্বারা অবহিত।

অনুমতি নেই

  • কোন সংরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সহিংসতা, বর্জন, বিচ্ছিন্নতা, বৈষম্য এবং অন্যান্য ক্ষতির প্রচার করা
  • কোনো বিদ্বেষপূর্ণ মতাদর্শ প্রচার করা বা সংরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি জনগোষ্ঠীর ওপর আধিপত্য দাবি করা
  • কাউকে শারীরিক, মানসিক বা নৈতিকভাবে নিকৃষ্ট বলে বা ইঙ্গিত করার মাধ্যমে তাদের সংরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অপমান করা, অথবা তাদের অপরাধী, প্রাণী এবং জড় বস্তুর মতো অপমানজনক শব্দ বলে অভিহিত করা।
  • সংরক্ষিত বৈশিষ্ট্যের সাথে যুক্ত কোন ঘৃণামূলক গালিগালাজ ব্যবহার করা
  • উপযুক্তভাবে নথিভুক্ত ঐতিহাসিক ঘটনাগুলোকে অস্বীকার করা যা কোন সংরক্ষিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন গোষ্ঠীর ক্ষতি করেছে, যেমন হলোকাস্ট বা রুয়ান্ডায় টুটসিদের বিরুদ্ধে গণহত্যাকে অস্বীকার
  • এমন রূপান্তর থেরাপি বা এর সম্পর্কিত প্রোগ্রামের প্রচার বা বিজ্ঞাপন দেওয়া যা একজন ব্যক্তির যৌন অভিযোজন বা লিঙ্গ পরিচয় পরিবর্তন করার চেষ্টা করে
  • উদ্দেশ্যপ্রণোদিতভাবে রূপান্তরিত লিঙ্গ-এর ব্যক্তিবর্গ (ট্রান্সজেন্ডার) বা নন-বাইনারি ব্যাক্তিদের উদ্দেশ্য করে, তাদের বর্তমান নাম বা লিঙ্গ প্রকাশের পরিবর্তে তাদের পূর্বের নাম বা লিঙ্গ ব্যবহার করে উল্লেখ করার মাধ্যমে (‘ডেডনেমিং’ বা ভুল লিঙ্গ উল্লেখ)
  • ঘৃণাত্মক বক্তব্য বা ঘৃণামূলক মতাদর্শের প্রচার করে এমন বস্তের পণ্যের ব্যবসায় সহায়তা করা, যেমন ঘৃণামূলক মতাদর্শের প্রচারকারী বই এবং ঘৃণামূলক লোগো সহ পোশাক

অনুমোদিত

  • নির্দিষ্ট সংরক্ষিত বৈশিষ্ট্যধারী কোন গোষ্ঠীর সদস্য দ্বারা ব্যবহৃত আত্মনির্দেশক গালিগালাজ
  • ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিকারী শিক্ষামূলক এবং তথ্যচিত্র কনটেন্ট

হিংসাত্মক এবং ঘৃণামূলক সংগঠনসমূহ এবং ব্যক্তিগণ

আমরা চাই যে আমাদের নির্মাতারা তাদের যা অনুপ্রেরণা দেয় তা শেয়ার করুক, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে যারা সহিংসতা বা ঘৃণাকে উৎসাহিত করে তাদের বিশ্বাস বা প্রজ্ঞাপনের জন্য নিবেদিত ব্যক্তিদের কোনো স্থান নেই। আমরা আমাদের প্ল্যাটফর্মে হিংসাত্মক এবং ঘৃণামূলক সংগঠন বা ব্যক্তিদের উপস্থিতির অনুমতি দিই না। এমন চরিত্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সহিংস চরমপন্থী, সহিংস অপরাধী সংগঠন, সহিংস রাজনৈতিক সংগঠন, ঘৃণামূলক সংগঠন এবং গণ সহিংসতার ব্যক্তি অপরাধীরা । যদি আমরা জানতে পারি যে এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠী আমাদের প্ল্যাটফর্মে থাকতে পারে, তাহলে আমরা সে বিষয়ে, প্ল্যাটফর্মের বাইরে করা আচরণ সহ, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করব – যার ফলে অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে।

প্রায়ই এমন চরিত্রদের ধারণা অন্যদের দ্বারা প্রসারিত হয়। আমরা কাউকে হিংসাত্মক বা ঘৃণামূলক চরিত্রগুলোর প্রচার বা বস্তুগতভাবে সমর্থন করার অনুমতি দিই না। যেসব কনটেন্ট নিরপেক্ষ বলে মনে হতে পারে, যেমন কোন ঘৃণামূলক সংস্থার উদ্ধৃতি উল্লেখ করা, সেসব ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট করতে হবে যে সেখানে তা প্রচার করার কোনো উদ্দেশ্য নেই।আমরা মানুষকে সহিংস রাজনৈতিক সংগঠন নিয়ে আলোচনা করার জন্য সীমিত সুযোগ দিই, কিন্তু শুধু যদি: (১) তাদের কারণগুলো আন্তর্জাতিক আইনি কাঠামোর অধীনে বৈধ হিসাবে স্বীকৃত হয়, (২) সেগুলো প্রধানত সাধারণ নাগরিকদের নিশানা না করে, এবং (৩) সেই কনটেন্ট সহিংসতার উল্লেখ না করে।

সহিংস চরমপন্থীরা হল অরাষ্ট্রীয় গোষ্ঠী, যার মধ্যে জাতিসংঘ দ্বারা আখ্যাত দলগুলোও রয়েছে, যারা রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত বা আদর্শগত কারণে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেয় বা ব্যবহার করে।

অপরাধমূলক সংগঠনগুলো হল আন্তঃর্জাতিক, জাতীয় বা স্থানীয় গোষ্ঠী, যারা সহিংসতা, পাচার, অপহরণ, আর্থিক অপরাধ এবং সাইবার অপরাধ সহ বিভিন্ন গুরুতর অপরাধ করে।

সহিংস রাজনৈতিক সংগঠনগুলো হল এমন অরাষ্ট্রীয় গোষ্ঠী, যারা এমন সহিংস কাজ করে যা মূলত বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে, এবং আন্তর্জাতিক আইন অনুসারে আত্মনিয়ন্ত্রণের অধিকারের অধীনে বৈধভাবে কাজ করে, যেমন জাতিসংঘ সনদ, জাতিসংঘের কোন প্রস্তাব, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি (ICCPR), এবং আন্তর্জাতিক আদালত (ICJ)।

বিদ্বেষপূর্ণ সংগঠনগুলো হল এমন গোষ্ঠী যারা সংরক্ষিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে লক্ষ্য করে,যার মধ্যে ঘৃণা উস্কে দেওয়া, ব্যক্তি বা গোষ্ঠীকে অমানবিক পর্যায়ে নামিয়ে আনা এবং ঘৃণামূলক মতাদর্শ প্রচার করা অন্তর্ভুক্ত রয়েছে।

অনুমতি নেই

  • প্ল্যাটফর্মে বা প্ল্যাটফর্মের বাইরে সহিংসতা বা বিদ্বেষপূর্ণ মতাদর্শ প্রচার করে এমন সংস্থা বা ব্যক্তিদের দ্বারা পরিচালিত অ্যাকাউন্ট
  • কোনো প্রশংসা বা উদযাপন, বা পণ্য বা পরিষেবা প্রদানের মাধ্যমে যে কোন উপায়ে সহিংস বা ঘৃণামূলক সংগঠনকে প্রচার করা বা বস্তুগতভাবে সমর্থন করা
  • কোনো সহিংস রাজনৈতিক সংগঠনের দ্বারা সংঘটিত কোনো সহিংসতাকে প্রচার করা বা বস্তুগতভাবে সমর্থন করা
  • যারা গণ সহিংসতা ঘটানো অপরাধী বা যারা ঘৃণামূলক মতাদর্শ প্রচার করে তাদের প্রচার বা বস্তুগতভাবে সমর্থন করা

অনুমোদিত

  • কোন সহিংস রাজনৈতিক সংগঠন নিয়ে আলোচনা করা (যতক্ষণ পর্যন্ত সেখানে সহিংসতার কোনো উল্লেখ না থাকে)
  • শিক্ষামূলক এবং তথ্যচিত্র কনটেন্ট যা হিংসাত্মক এবং ঘৃণামূলক চরিত্রদের দ্বারা সৃষ্ট ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়ায়

যুব শোষণ ও নির্যাতন

TikTok হল অন্বেষণ এবং শেখার একটি জায়গা। তরুণদের তাদের বিকাশের অনন্য পর্যায়ে নিরাপদে তা করতে দেওয়াই আমাদের অগ্রাধিকার। আমরা শিশু যৌন নির্যাতনের উপাদান (CSAM), নগ্নতা, গ্রুমিং বা যৌন শোষণের উদ্দেশ্যে শিশুদের প্রশিক্ষণ প্রদান, জোরপূর্বক যৌন সুবিধা আদায় বা সেক্সটর্শন, যৌন আহ্বান, শিশুকামিতা এবং তরুণদের শারীরিক বা মানসিক নির্যাতন সহ তরুণ বয়সীদের প্রতি কোনো ধরনের শোষণ ও নিপীড়নের অনুমোদন দিই না। এর মধ্যে রয়েছে বাস্তব, কাল্পনিক, ডিজিটালভাবে তৈরি এবং চারুকলা বা বস্তুতে প্রদর্শিত কনটেন্ট।

আপনার TikTok অভিজ্ঞতা নিয়ন্ত্রণে সহায়তা করতে, যেখানে ভুক্তভোগী তরুণ-তরুণীদের যৌন শোষণ বা নিপীড়নের বিষয়ে তাদের নিজস্ব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়, সেসব কনটেন্টে আমরা “অপ্ট-ইন” স্ক্রিন প্রয়োগ করি।

আমরা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন (NCMEC)-এর কাছে তরুণদের যৌন শোষণ ও নির্যাতনের ঘটনাগুলো বিবৃত করি। কোনো তরুণ ব্যক্তির জীবনের ওপর বা গুরুতর শারীরিক আঘাত ঘটার মত কোন নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য এবং আসন্ন হুমকি থাকলে আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকেও বিবৃত করি।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি তরুণ বয়সে যৌন শোষণের সম্মুখীন হন, তাহলে আপনাদের জন্য সহায়তা পাবার সুযোগ আছে। আপনার অঞ্চলের কোনো হেল্পলাইন বা পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। আপনি আশু বিপদের সম্মুখীন হলে, আপনার স্থানীয় জরুরি পরিষেবার সাথে যোগাযোগ করুন। আপনার যদি কোনো অল্পবয়স্ক ব্যক্তির প্রতি যৌন অনুভূতি থাকে, তাহলে আপনি সহায়তা ও সংস্থান বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন।

চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল বা শিশু যৌন নিপীড়নের উপাদান (CSAM) বলতে বোঝায় কোন অল্পবয়সী ব্যক্তির যৌনতামূলক কনটেন্ট, যা কেউ শেয়ার করেছে বা তৈরি করেছে, যার মধ্যে সেই অল্পবয়সী ব্যক্তির নিজের তৈরি CSAM-ও অন্তর্ভুক্ত। এতে অন্তর্নিহিত বা স্পষ্টভাবে দৃশ্যমান যৌন ক্রিয়াকলাপ এবং তরুণ ব্যক্তিদের যৌন নিপীড়ন, সেইসাথে তাদের শরীরের প্রতি যৌনায়ন বা ফেটিশিজম অর্থাৎ অবাঞ্ছিত বা অস্বাভাবিক আগ্রহ প্রকাশ অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রুমিং হলো যখন কোনো প্রাপ্তবয়স্ক বন্ধুত্বপূর্ণ হয়ে বা অন্য কোনোভাবে যৌন শোষণ বা অত্যাচারের উদ্দেশ্যে একজন তরুণ ব্যক্তির সাথে বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলে।যৌন জুলুম বা

সেক্সটর্শন হল সম্মতি ছাড়াই নগ্ন, অন্তরঙ্গ বা যৌনতাপূর্ণ কনটেন্ট শেয়ার করার হুমকি, সাধারণত অর্থ, যৌন ক্রিয়াকলাপ বা আরও নগ্ন, অন্তরঙ্গ বা যৌনতাপূর্ণ কনটেন্ট পাবার জন্য।

অনুমতি নেই

  • শিশু যৌন নির্যাতন উপাদান (CSAM) এবং যুব নগ্নতা
  • তরুণ তরুণীদের যৌন শোষণ, যৌন নিপীড়ন, এবং যৌন বস্তু হিসেবে প্রচার করা
  • গ্রুমিং আচরণ এবং যৌনতা
  • যৌন আহ্বান, যার মধ্যে কোন তরুণ বয়সীকে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো, প্ল্যাটফর্মের বাইরে যোগাযোগ করা, বা যৌনতাপূর্ণ ছবি শেয়ার করা (এমনকি যদি অন্য কোনো যুবকও আমন্ত্রণ জানায়)
  • শিশুকামিতা প্রচার করা, যেমন যেকোন ধরনের যৌন সংস্পর্শ বা শিশুদের প্রতি অনুভূতি প্রকাশকে সমর্থন করা বা একজন প্রাপ্তবয়স্ক এবং অল্পবয়সী ব্যক্তির মধ্যে যৌন সম্পর্ককে সমর্থন করা
  • শিশুকামিতাকে স্বাভাবিক হিসাবে প্রকাশ করা, যেমন শিশুকামিতা নিয়ে রসিকতা করা
  • তরুণ বয়সীদের শারীরিক নির্যাতন, অবহেলা, বিপদাপন্নতা এবং মানসিক নির্যাতন দেখানো বা প্রচার করা
  • ছবি বা ইন-অ্যাপ ইন্টারঅ্যাকশন বৈশিষ্ট্যের মাধ্যমে একজন তরুণ বয়সীকে অবজেক্টিফাই করা (যৌন বস্তু হিসেবে তুলে ধরা) বা যৌনায়ন করা, যেমন একজন তরুণ বয়সীর কনটেন্ট ব্যবহার করে ডুয়েট বা স্টিচ বানানো, যাতে যৌন ক্রিয়াকলাপের অনুকরণ জড়িত থাকে
  • তৃতীয় পক্ষের পুনঃভাগ বা পুনর্বিন্যাস সহ অন্যান্য কাজের মাধ্যমে যারা শোষণ ও অত্যাচারের অভিজ্ঞতা অর্জন করেছে তাদের পুনরায় ভুক্তভোগী বানানো
  • তরুণ তরুণীদের পাচার, বাল্যবিবাহের প্রচার বা সহায়তা এবং শিশু সৈনিক নিয়োগ (মানবশোষণ সম্পর্কে আরও জানুন)

অনুমোদিত

  • ভুক্তভোগীরা তাদের সাথে ঘটা যুব শোষণ এবং অত্যাচারের বিষয়ে তাদের নিজস্ব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা
  • যুব শোষণ এবং অত্যাচারের ক্ষতির সাথে সম্পর্কিত শিক্ষামূলক এবং তথ্যচিত্র (তবে যুব শোষণ এবং অত্যাচারের কনটেন্ট দেখানো যাবে না)

যৌন শোষণ এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা

আমরা এমন একটি পরিসর প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ যা লিঙ্গ সমতাকে সাদরে গ্রহণ করে, সুস্থ সম্পর্ককে সমর্থন করে এবং অন্তরঙ্গ গোপনীয়তাকে সম্মান করে। এই মানদণ্ডগুলো অবমূল্যায়ন করলে তা ট্রমা সৃষ্টি করতে পারে এবং শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে। আমরা যৌন শোষণ বা লিঙ্গভিত্তিক সহিংসতার অনুমোদন দিই না। এর মধ্যে অসম্মতিমূলক যৌন ক্রিয়াকলাপ, চিত্রভিত্তিক যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, শারীরিক অত্যাচার এবং যৌন হয়রানি সবই অন্তর্ভুক্ত।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি যৌন শোষণের সম্মুখীন হন, তাহলে সহায়তা পেতে পারেন। আপনার অঞ্চলের কোন হেল্পলাইন বা পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। আপনি আশু বিপদের সম্মুখীন হলে, আপনার স্থানীয় জরুরি পরিষেবার সাথে যোগাযোগ করুন। আপনি যদি বিশ্বাস করেন যে আমাদের প্ল্যাটফর্মে আপনি কোন অন্তরঙ্গ গোপনীয়তা লঙ্ঘনের অভিজ্ঞতার শিকার হয়েছেন, আপনি তা রিপোর্ট করতে পারেন।

সম্মতিহীন যৌন ক্রিয়া বলতে কার্যকলাপের সাথে জড়িত প্রত্যেকের সম্মতি ব্যাতীত যেকোনো যৌন স্পর্শকে বোঝায়।

ছবি-ভিত্তিক যৌন নির্যাতন হল নগ্ন, আংশিক নগ্ন, বা প্রকাশ্য যৌনতাপূর্ণ কনটেন্ট তৈরি, উৎপাদন বা বিতরণ, কনটেন্টে থাকা ব্যক্তির সম্মতি ছাড়াই, তাদের শরীরকে যৌন উপাদান হিসেবে তুলে ধরা, বা যৌনতার উদ্দেশ্যে তাদেরকে চিত্রিত করা।

যৌন জুলুম বা সেক্সটর্শন হল সম্মতি ছাড়াই নগ্ন, অন্তরঙ্গ বা যৌনতাপূর্ণ কনটেন্ট শেয়ার করার হুমকি, সাধারণত অর্থ, যৌন ক্রিয়াকলাপ বা আরও নগ্ন, অন্তরঙ্গ বা যৌনতাপূর্ণ কনটেন্ট পাবার জন্য।

যৌন হয়রানি হলো একজন ব্যক্তির প্রতি নির্দেশিত অবাঞ্ছিত যৌন সংস্পর্শ এবং আচরণ।

অনুমতি নেই

  • ধর্ষণ, শ্লীলতাহানি এবং সম্মতিবিহীন স্পর্শ সহ সম্মতিবিহীন যৌন ক্রিয়াকলাপ যা বাস্তব বা কাল্পনিক
  • ছবি ভিত্তিক যৌন নির্যাতন এবং যৌন নিপীড়ন
  • পরিবারের সদস্য বা অন্তরঙ্গ সঙ্গীদের মধ্যে শারীরিক নির্যাতন (পারিবারিক সহিংসতা)
  • অন্য ব্যক্তির কনটেন্ট বা ছবি সম্পাদনা করে তাদের যৌনতাপুর্ণ ভাবে তুলে ধরা বা তাদের যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকার মত করে দেখানো
  • কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে যৌন কার্যকলাপে জড়িত হওয়ার বিষয়ে অযাচিত বিবৃতি প্রকাশ করা
  • যৌনাঙ্গ, নিতম্ব এবং স্তন সহ একজন ব্যক্তির অন্তরঙ্গ শারীরিক অঙ্গ সম্পর্কে অবমাননাকর বা অশ্লীল বক্তব্য প্রকাশ করা
  • একজন ব্যক্তির ব্যক্তিগত যৌন জীবন সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করা (বা প্রকাশ করার হুমকি দেওয়া), যেমন যৌন ইতিহাস, পূর্ববর্তী যৌনসঙ্গীর নাম এবং যৌন অভিমুখিতা ইত্যাদি

অনুমোদিত

  • ভুক্তভোগীদের দ্বারা যৌন শোষণ এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করা
  • যৌন শোষণ এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ক্ষতি সম্পর্কিত শিক্ষামূলক এবং তথ্যচিত্র কনটেন্ট

মানব শোষণ

আমরা প্রত্যেক ব্যক্তির মানবিক মর্যাদা সমুন্নত রাখতে, এবং আমাদের প্ল্যাটফর্ম যাতে দুর্বল মানুষের ওপর অন্যায় সুবিধা নিতে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পাচার ও চোরাচালান সহ কোন প্রকার মানব শোষণের অনুমতি দিই না। আমরা বুঝিযে মানব শোষণের ভুক্তভোগীদের তাদের গল্পগুলো শেয়ার করা কতটা গুরুত্বপূর্ণ, এবং অভিবাসী ও উদ্বাস্তুদের জন্য তাদের ভ্রমণ লিপিবদ্ধ করতে সক্ষম হওয়া কতটা গুরুত্বপূর্ণ, তাই আমরা তা করার জন্য সুযোগ প্রদান করি।

মানব পাচারের মধ্যে রয়েছে প্রতারণা, বলপ্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে অন্যদের শোষণ করে মুনাফা অর্জন করা। এটি আধুনিক দাসত্বের একটি রূপ হিসাবে বিবেচিত হয় এবং এতে যৌনকর্ম, শ্রম, শিশু বা অঙ্গ পাচার, জোরপূর্বক বিবাহ, শোষণমূলক ভিক্ষাবৃত্তি এবং শিশু সৈন্যদের নিয়োগ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে।

মানব পাচারের মধ্যে একজন ব্যক্তিকে অবৈধভাবে অন্য দেশে প্রবেশ করতে সাহায্য করে মুনাফা অর্জন করা জড়িত থাকে। এতে পরিবহন, পরামর্শ, পরিচয়পত্র, এবং জাল ভ্রমণ নথি প্রদান অন্তর্ভুক্ত থাকতে পারে।

অনুমতি নেই

  • মানব পাচার এবং মানব চোরাচালান কার্যক্রম সহজতর করা বা প্রচার করা
  • অন্য দেশে অবৈধভাবে পাচার হওয়ার জন্য সমর্থনের অনুরোধ করা

অনুমোদিত

  • সহিংসতা, নির্যাতন বা অন্যান্য মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে বিশেষভাবে একটি দেশ ছেড়ে যাওয়ার জন্য সাহায্য চাওয়া
  • অন্য দেশে অভিবাসন করার ইচ্ছা প্রকাশ করা, বা কোনো অভিবাসীর যাত্রা দেখানো (যদি এটি তাদের যাত্রায় চোরাকারবারীদের অন্তুরভুক্তি স্পষ্টভাবে না দেখায়)
  • মানব শোষণের ভুক্তভোগীদের তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করা
  • মানব শোষণের ক্ষতির সাথে সম্পর্কিত শিক্ষামূলক এবং তথ্যচিত্র কনটেন্ট

হয়রানি ও নিপীড়ন

আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গির সম্মানজনক অভিব্যক্তিকে স্বাগত জানাই কিন্তু বিষাক্ত আচরণ বা ট্রোলিংকে নয়। আমরা নিশ্চিত করতে চাই, অবনমন বা উত্যক্তকরণের শিকার হওয়ার ভয় ছাড়াই যে কেউ যেন তাদের কথাগুলো তুলে ধরতে পারে। আমরা এমন ভাষা বা আচরণের অনুমোদন দিই না, যা কাউকে হয়রানি করে, অপমান করে, হুমকি দেয় বা তাদের অনিচ্ছায় তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ (ডক্সিং) করে। এর মধ্যে প্রতিশোধমূলক হয়রানির সাথে এই জাতীয় কাজের প্রতিক্রিয়া জানানোও অন্তর্ভুক্ত (তবে হয়রানি মুক্ত পাল্টা বক্তব্য এখানে অন্তর্ভুক্ত নয়।

আমরা জনগণের মাঝে প্রখ্যাত ব্যাক্তিদের জন্য সমালোচনামূলক বক্তব্যে কিছু ছাড় দিয়ে থাকি, কারণ আমরা বুঝি যে তারা তাদের পদের বলে জনগণের নজরের কেন্দ্রে থাকেন এবং তাদের নেতিবাচক বক্তব্য সঠিকভাবে চালনা করার পন্থা জানা আছে এবং এও হতে পারে যে সমালোচনা জনস্বার্থে অনুমোদন করাই উত্তম। তবে, আমরা এমন কনটেন্ট সরিয়ে ফেলি যা অন্যান্য নীতিগুলি লঙ্ঘন করে (যেমন হুমকি, ঘৃণামূলক বক্তব্য এবং যৌন শোষণ), বা গুরুতর ধরনের হয়রানি করে(যেমন কেউ গুরুতর শারীরিক ক্ষতির সম্মুখীন হোক এমন ইচ্ছা প্রকাশ করা)।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ হয়রানির শিকার হন, তাহলে সাহায্য পেতে পারেন। আমরা বিভিন্ন সহায়তা সংস্থান, সেইসাথে ক্ষতিকর মিথস্ক্রিয়া সীমিত করতে পারে এমন সরঞ্জাম প্রদান করি, যেমন মন্তব্য, ডুয়েট, স্টিচ এবং বার্তা পাঠানোর বিকল্পগুলো সীমাবদ্ধ করা ইত্যাদি।

ডক্সিং-এর বলতে বুঝায় অসৎ উদ্দেশ্য নিয়ে অনলাইনে কারো সম্পর্কে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা। আমরা বুঝতে পারি উদ্দেশ্য জিনিসটি প্রাসঙ্গিক হতে পারে, তাই তা বুঝতে সাহায্য করার জন্য আমরা উদ্দেশ্যমূলক সূচক ব্যবহার করি, যেমন ক্যাপশন ও হ্যাশট্যাগ।

প্রখ্যাত ব্যক্তিত্ব হলেন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বা তার চেয়ে বড়) মানুষজন যাদের জনগনের প্রতি একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তা সরকারী কর্মচারী, রাজনীতিবিদ, শিল্পপতি বা সেলিব্রিটি যেকোনো ভাবেই হোক। আমরা ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের প্রখ্যাত ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করি না।

অনুমতি নেই

  • কাউকে হেয় করা বা তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য বা পরিস্থিতি, যেমন তাদের শারীরিক চেহারা, বুদ্ধিমত্তা, স্বভাবগত বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যবিধি ইত্যাদির ভিত্তিতে তাচ্ছিল্য প্রকাশ করা
  • কাউকে অন্য ব্যক্তি বা ব্যাক্তিবর্গ দ্বারা শারীরিকভাবে নিগৃহীত হতে দেখানো
  • সহিংস করুণ ঘটনার শিকার ব্যক্তিদের অবমাননা করা, যেমন দাবি করা যে তাদের মারা যাওয়া উচিত ছিল বা কোনো ঘটনার ভুক্তভোগীরা ঘটনা সম্পর্কে মিথ্যা বলছে
  • একজন ব্যক্তির মৃত্যু, গুরুতর রোগ বা অন্য কোন গুরুতর শারীরিক ক্ষতি অনুভব করার ইচ্ছা প্রকাশ করা
  • গালাগালি বা অশ্লীল ভাষায় কাউকে অপমান করা
  • অন্যদেরকে ডক্স করতে, অ্যাকাউন্টের তথ্য শেয়ার করতে, ব্ল্যাকমেইল করতে বা কারও অ্যাকাউন্ট হ্যাক করতে হুমকি দেওয়া বা উৎসাহিত করা
  • একজন ব্যক্তির সমন্বিত হয়রানি প্রচার করা বা কয়েকজন ব্যাক্তির মধ্যে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করা, যেমন অন্যদেরকে আপত্তিজনক ভাষায় মন্তব্য করার আহ্বান জানানো

অনুমোদিত

  • একজন ব্যক্তির কনটেন্ট বা কর্মের সমালোচনা (যতক্ষণ এটি তাদের বৈশিষ্ট্যের সমালোচনা না করে)
  • আক্রমণ বা অন্য কোন পাল্টা বক্তব্যের প্রতিক্রিয়া, বা নিন্দা (যতক্ষণ না এটি প্রতিশোধমূলক হয়রানির সাথে জড়িত না হয়)
  • প্রখ্যাত ব্যক্তিত্বের সমালোচনামূলক মন্তব্য (যতক্ষণ তারা হয়রানির গুরুতর রূপ ধারণ না করে বা অন্যান্য নীতি লঙ্ঘন না করে)
  • শিক্ষামূলক এবং তথ্যচিত্র কনটেন্ট যা হয়রানি এবং হয়রানির ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়ায়

পরবর্তী নিবন্ধ

মানসিক এবং আচরণগত স্বাস্থ্য

পরেরটি পড়ুন