TikTok LogoTikTok Logo
প্রয়োগ করা

প্রয়োগ করা

প্রকাশিত হয়েছে ১৭ এপ্রিল, 2024

কার্যকর হয়েছে ১৭ মে, 2024

লোকজনের আগ্রহে ব্যতিক্রম

আমরা স্বীকার করি যে কিছু কনটেন্ট যা অন্যথায় আমাদের নিয়ম লঙ্ঘন করত, লোকজন তা দেখার জন্য আগ্রহী হতে পারেন।লোকজন আগ্রহী বলতে এমন বিষয়গুলিকে বোঝায় যা কমিউনিটিকে অবহিত, অনুপ্রাণিত করে বা তথ্য দেয় এবং বৃহত্তর সমষ্টিগত গুরুত্বের বিষয়ে আলোচনা বাড়ায়।আমরা নিচে দেওয়া লোকজনের আগ্রহের ব্যতিক্রমগুলির একটির অধীনে TikTok-এ কনটেন্ট থাকার অনুমতি দিতে পারি:

  • তথ্যচিত্র
  • শিক্ষামূলক
  • চিকিৎসা ও বৈজ্ঞানিক
  • বক্তব্যের জবাব
  • ব্যঙ্গাত্মক
  • শৈল্পিক

কনটেন্ট নিয়ন্ত্রণের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি একই মানদণ্ড ব্যবহার করে, তা যেই তৈরি করুক না কেন তা কোনও ব্যাপার না।লোকজন আগ্রহী হবেন এমন ব্যতিক্রমগুলির দিকে তাকানোর ক্ষেত্রে আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করি তা হল প্রসঙ্গ, যেমন কনটেন্ট সচেতনতা বাড়াচ্ছে বা ক্ষতিকারক আচরণের সমালোচনা করছে কি না।আমাদের পর্যালোচনায় সাহায্য করার জন্য, আমরা ক্যাপশন, ভয়েস ওভার বা স্টিকারের মতো ফিচার ব্যবহার করে স্পষ্টভাবে প্রসঙ্গ দেখার উৎসাহ যোগাই৷

লোকজন আগ্রহী হবেন সেই ব্যতিক্রমের অধীনে আমরা অনুমোদিত কিছু কনটেন্টে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যোগ করতে পারি, যেমন FYF-এর জন্য এটিকে অযোগ্য করা অথবা যোগ করাা একটি “অপ্ট-ইন” স্ক্রিন বা সতর্কবাণী।আমরা লোকজনের আগ্রহের কনটেন্টের জন্য ব্যতিক্রম প্রদান করি না যদি এতে চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন আত্মহত্যা বা কোনো যুবকের যৌন নির্যাতন দেখানো।


শনাক্তকরণ এবং রিপোর্টিং

আমাদের লক্ষ্য হল যে কনটেন্ট বা অ্যাকাউন্ট আমাদের নিয়ম লঙ্ঘন করে সেগুলিকে দেখা বা শেয়ার করার আগে সরিয়ে দেওয়া।যে বিষয়বস্তু কোনও স্বচালিত পর্যালোচনার প্রক্রিয়ার মাধ্যমে চালিত হয়।কনটেন্টটিকে সম্ভাব্য লঙ্ঘন হিসাবে চিহ্নিত করা হলে, এটি স্বয়ংক্রিয়ভাবে সরানো হবে বা আমাদের মডারেটররা অতিরিক্ত পর্যালোচনার জন্য এটিকে পতাকাঙ্কিত করবেন।কনটেন্ট জনপ্রিয়তা লাভ করলে বা রিপোর্ট করা হলে অতিরিক্ত পর্যালোচনা করা হবে।নির্ভুলতাকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে সহায়তা করার জন্য, আমরা কিছু অ্যাকাউন্টে অতিরিক্ত গুণমান নিশ্চিতকরণ প্রক্রিয়া প্রয়োগ করি, যেগুলোতে ইতিমধ্যে যাচাইকৃত অ্যাকাউন্টের মতো অতিরিক্ত বৈধতা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

যদিও আমরা আমাদের নির্দেশিকাগুলি কার্যকর করার জন্য কঠোর পরিশ্রম করি, তবে আমরা নিশ্চিত করতে পারি না যে শেয়ার করা সমস্ত কনটেন্ট আমাদের নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী মেনে চলে৷ইন-অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সন্দেহজনক লঙ্ঘনগুলির রিপোর্ট করা যেতে পারে।আপনি যদি আমাদের নিয়ম লঙ্ঘন করতে পারে এমন কনটেন্ট বা অ্যাকাউন্ট খুঁজে পান, তাহলে আমাদের জানান যাতে আমরা এটি পর্যালোচনা করতে পারি এবং যেকোনো উপযুক্ত ব্যবস্থা নিতে পারি।

আমাদের স্বচ্ছতা কেন্দ্রের মাধ্যমে আমাদের নীতি প্রয়োগের প্রচেষ্টা সম্পর্কে আরও জানুন।


নোটিশ এবং আপিল

প্রক্রিয়াগত ন্যায্যতানিশ্চিত করার জন্য আমাদের প্রতিশ্রুতি বজায় রেখে আপনি যদি আমাদের নিয়ম লঙ্ঘন করে থাকেন, তাহলে আমরা বিজ্ঞপ্তি প্রদান করব।আপনি যদি এমন কনটেন্ট পোস্ট করে থাকেন যা আমরা অনুমোদন করি না, তাহলে আমরা আপনাকে অবহিত করব এবং সরানোর কারণ শেয়ার করব৷যদি লঙ্ঘনের কারণে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়, তাহলে আপনি যখন অ্যাপটি খুলবেন তখন আপনি একটি ব্যানার নোটিফিকেশন পাবেন, যা আপনাকে এই অ্যাকাউন্ট পরিবর্তনের বিষয়ে জানাবে।আপনি ফর ইউ ফিডের (FYF) পক্ষে অনুপযোগী বিষয়বস্তু পোস্ট করে থাকলে বা অন্যথায় বিধিনিষেধযুক্ত হয়ে থাকলে এই তথ্যটি TikTok অ্যানালিটিক্স টুলে উপস্থিত হবে

আপনার অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা থেকে থাকলে বা অপনার বিষয়বস্তু লঙ্ঘিত হয়ে থাকবে বা FYF-এর পক্ষে অনুপযোগী বা অন্যথায় বিধিনিষেধযুক্ত হয়ে থাকলে এবং আপনি এটি ত্রুটি বলে বিশ্বাস করলে আপনি সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারেন।আপনি ইন-অ্যাপ সেফটি সেন্টারে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পারেন, সেই সাথে অন্য কনটেন্ট বা অ্যাকাউন্টের জন্য দায়ের করা যে কোনও রিপোর্টের স্ট্যাটাস দেখতে পারেন।