Skip to main content
বিষয়সমূহ

COVID-19

Amidst global concerns around the coronavirus (COVID-19) pandemic, we want to share some of the steps we're taking to help the TikTok community stay safe and informed.

কোভিড-19 এর সময়ে আমাদের কমিউনিটিকে সাহায্য করা

করোনা ভাইরাস (COVID-19) মহামারী নিয়ে বিশ্বজুড়ে দুশ্চিন্তার মধ্যে, TikTok কমিউনিটিকে নিরাপদ ও তথ্যাভিজ্ঞ রাখার জন্য আমরা কী কী পদক্ষেপ করছি সেগুলো শেয়ার করতে চাই। আমাদের কমিউনিটিকে জনস্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও তথ্যসূত্র জানাতে TikTok প্রতিশ্রুতিবদ্ধ। সেইসঙ্গে আমরা এই মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রথম সারির যোদ্ধা, পরিবার ও অন্যদের সাহায্য করতে চাই।

দরকারে কমিউনিটিকে সাহায্য করা

আমরা সকলেই একটা ও অনিশ্চিত সময়ের মধ্যে কাজ করছি এবং যাদের প্রয়োজন, তাদের সাহায্য করাটা এখনই সবথেকে বেশি দরকার।

  • TikTok হেলথ হিরোস রিলিফ ফান্ড:স্বাস্থ্যকর্মীরা এই বিশ্বজোড়া যুদ্ধের নায়ক এবং আমরা তাদের অবদানকে সাহায্য করতে চাই ফান্ডে 150 মিলিয়ন ইউএস ডলার দিয়ে। সেই টাকায় মেডিকেল দ্রব্য, সহায়তা এবং ত্রাণের কাজে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছেCDC ফাউন্ডেশন– কে দেওয়া 15 মিলিয়ন ইউএস ডলার, যা দিয়ে ইউএস জুড়ে হাসপাতালগুলিতে সার্জ স্টাফিংকে সাহায্য করবে এবংWorld Health Organization’s (WHO)–এরCOVID-19 সলিডারিটি রেসপন্স ফান্ড –এ দেওয়া 10 মিলিয়ন ইউএস ডলার যা দিয়ে প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়া যাবে ও চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে গবেষণাকে সাহায্য করা যাবে। আমরা10 শিক্ষা প্রতিষ্ঠান–কে 10 মিলিয়ন ইউএস ডলার দিয়ে সাহায্য করেছি, তারা দুস্থ পড়ুয়াদের জনস্বাস্থ্য নিয়ে এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে পড়াশোনা করতে সাহায্য করে।
  • TikTok কমিউনিটি রিলিফ ফান্ড:এই বিপদের ফলে স্বাস্থ্য ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কমিউনিটিগুলিকে ত্রাণ দেওয়ার জন্য আমরা 40 মিলিয়ন ইউএস ডলার বরাদ্দ করেছি। সেই টাকা স্থানীয় সংগঠনগুলিকে দেওয়া হবে যারা টিকটকের বৈচিত্র্যময় ইউজার কমিউনিটি, যেমন মিউজিশিয়ান, শিল্পী, নার্স, শিক্ষক এবং অন্যান্য পরিবার যারা এই প্ল্যাটফর্মে এসেছে, তাদেরসাহায্য করে। যেসব সংগঠনগুলিকে আমরা সাহায্য করেছি তাদের মধ্যে কয়েকটি হলMusiCares, যেসব মিউজিশিয়ানদের জীবিকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করার জন্য, Gavi,ভ্যাকসিনের সহযোগী, আফ্রিকায় রোগ প্রতিরোধ কর্মসূচিকে সাহায্য করার জন্য, National Restaurant Association Educational Foundational, রেস্তোরা শিল্প অনিশ্চিত হয়ে পড়ায় সেইসব কর্মীদের সাহায্য করার জন্য, ন্যাশনাল পেরেন্ট টিচার অ্যাসোসিয়েশন (পিটিএ), ইউএস জুড়ে 150 এরও বেশি পিটিএ-কে খাদ্য দিয়ে, ডিস্ট্যান্স লার্নিং ও মানসিক স্বাস্থ্যরক্ষায় সাহায্য করার জন্য, এবংআফটার স্কুল অল-স্টার (এএসএএস), 60টি ইউএস শহরে বিনামূল্যে বা কম দামে স্কুল মিল পাওয়া থেকে বঞ্চিতদের সাহায্য করার জন্য।
  • TikTok ক্রিয়েটিভ লার্নিং ফান্ড:TikTok 50 মিলিয়ন ইউএস ডলার অনুদান দেওয়ার প্ৰতিশ্রুতি দিয়েছে শিক্ষক, পেশাগত বিশেষজ্ঞ এবং অলাভজনক সংস্থাকে, যাদের বাস্তবিক দক্ষতা শিক্ষাগত তথ্য ও কোর্স মেটেরিয়াল সহজলভ্য ডিস্ট্যান্স লার্নিং পদ্ধতিতে ছড়িয়ে দিতে সাহায্য করবে।
  • এসএমবিগুলিকে নতুন করে শুরু করতে সাহায্য করা:এই বিপর্যয়ের মধ্যে এসএমবিগুলি যাতে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আমরা অ্যাডক্রেডিটে 100 মিলিয়ন ইউএস ডলার দিয়ে সাহায্য করছি

বৃহত্তর প্রভাবের জন্য গাঁটছড়া বাঁধা

আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকি যখন একসঙ্গে কাজ করি, যে কারণে আমরা বেশি কিছু সংখ্যক স্থানীয় এবং বিশ্বজনীন সংস্থার সাথে অংশীদারীত্বের হাত বাড়িয়েছি, যারা কমিউনিটির কাছে বিশ্বাসযোগ্য তথ্য শেয়ার করতে TikTok ব্যবহার করছে। লোকজনকে নিজেদের স্থানীয় জনস্বাস্থ্য সংস্থাগুলির থেকে কোভিড সংক্রান্ত তথ্য দেখার জন্য সক্ষম করতে, মুখ্য পরামর্শ এবং প্রকৃত তথ্য হাইলাইট করে ভিডিওগুলি তৈরি করার জন্য WHO তাদের TikTok অ্যাকাউন্ট ব্যবহার করে আমাদের কমিউনিটির কাছে একটি মূল্যবান সংস্থান হিসাবে পরিষেবা দিচ্ছে: @who-এ তাদের খুঁজুন

  • স্থানীয় সংগঠন যারা বিশ্বস্ত তথ্য শেয়ার করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখানে।

টিম Halo-এর সাথে আমাদের অংশীদারীত্ব চলাকালীন সময়ে, পৃথিবীতে টিকা নিয়ে কী অগ্রগতি হয়েছে দেখাতে বিশ্বের সমস্ত প্রান্তের বিজ্ঞানীরা TikTok-এ ভিডিওর আপডেট ক্রমাগত পোস্ট করতে থাকবেন। জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের এই দল একটি টিকা তৈরি করার জন্য কোন কোন ধাপের মধ্য দিয়ে যেতে হয় থেকে শুরু করে কীভাবে তারা সেগুলি নিরাপত্তার জন্য পরীক্ষা করেন পর্যন্ত আমাদের কমিউনিটি থেকে উঠে আসা সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেন – লোকজনকে জানতে সাহায্য করেন। উপরন্তু, আমাদের কমিউনিটিকে নিরাপদ, অবহিত এবং সংযুক্ত রাখার জন্য TikTok বিশ্বাসযোগ্য সংস্থা এবং স্থানীয় স্বাস্থ্যের কর্তৃপক্ষগুলিকে লক্ষণীয় ফিড-মধ্যস্থ বিজ্ঞাপনের জায়গা দিয়ে চলেছে। এখনও পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বাসযোগ্য সংস্থা এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষগুলিকে বিজ্ঞাপনের ক্রেডিটে TikTok প্রায় $5 মিলিয়ন দান করেছে।

আমাদের কমিউনিটির জন্য রিসোর্স

TikTok আমাদের অ্যাপে কোভিড-19 এবং উপলভ্য টিকা সম্বন্ধে প্রামাণিক তথ্য দিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে মিলে কাজ করে। আমার কোভিড-19 এবং কোভিড-19-এর টিকা সংক্রান্ত ভিডিওগুলিতে ব্যানার দিই এবং অনুসন্ধানে রিমাইন্ডার দিই। লোকেরা তাদের স্থানীয় জনস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটটি দেখার জন্য এই রিসোর্সগুলির উপর ট্যাপ করতে পারেন যা কোভিড-19 এবং কোভিড-19-এর টিকা সম্বন্ধে আরও তথ্য প্রদান করে।

এই রিসোর্সের কারণে লোকজন TikTok-এ না আসলেও, তারা যে সমস্ত সৃজনশীল কন্টেন্ট উপভোগ করছেন সেগুলিরই মতো এটি যাতে সহজে উপলভ্য থাকে তা আমরা নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি, ভুল তথ্য প্রতিরোধ করার সবচেয়ে ভালো পন্থা হল তথ্যমূলক কন্টেন্টের মধ্যে জড়িয়ে থাকা এবং আমরা আমাদের কমিউনিটি দিয়ে অনুরণিত হয় এমন কন্টেন্ট তৈরি করতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অংশীদার হতে থাকব।

TikTok এর লক্ষ্য হল সৃজনশীলতাকে উদ্বুদ্ধ করা এবং আনন্দ নিয়ে আসা- এবং আনন্দ ও ইতিবাচক থাকার প্রয়োজনীয়তা এর আগে কখনো এতটা অনুভূত হয়নি। এটা গোটা বিশ্বের কাছেই একটা কঠিন সময়। কিন্তু আমাদের সম্মিলিত চিন্তা আমাদের আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। আমাদের ইউজাররা যেভাবে একে অপরের প্রতি সহানুভূতিশীল, তা প্রশংসনীয়।

মেডিকেল তথ্যভ্রান্তি রোখা

TikTok কমিউনিটি গাইডলাইনভুল বা ভ্রান্তিকর কনটেন্ট আটকে দেয়, তার মধ্যেই রয়েছে COVID-19, ভ্যাকসিন, অ্যান্টি ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রদান। আমরা ভ্যাকসিন বিরোধী প্রচার করে এমন পেইড বিজ্ঞাপনকে অনুমোদন দিই না। যদিও পিএসএ বা COVID-19 ভ্যাকসিন নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার দাবি অবস্থা বুঝে গ্রাহ্য হয় যদি সেগুলি জনস্বাস্থ্য এবং নিরাপত্তার স্বার্থে হয়। আমাদের নীতি এবং তা প্রয়োগ করার কৌশল নিয়ে TikTok বিশ্বজুড়ে সিভিল সোসাইটি, জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে মিলে কাজ করে এবং নতুন নতুন কনটেন্টের থেকে এগিয়ে থাকে।কোনো ভুল তথ্য নিয়ে TikTok কড়া ব্যবস্থা নেয়।

  • আমরা আমাদের অ্যাপ জুড়ে কোভিড-19 এবং টিকা সম্বন্ধে প্রামাণিক তথ্যে অ্যাক্সেস দিই।
  • আমাদের বিশেষভাবে প্রশিক্ষিত টিম কাজ করে চলেছে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য এবং সেইসঙ্গে যেসব অ্যাকাউন্ট থেকে এধরনের তথ্যপ্রচার করা হয়, চিহ্নিত করে সেগুলি সরিয়ে ফেলার জন্য। আমাদের অ্যাপ দিয়ে আমাদের ইউজাররাও ভ্রান্ত তথ্য নিয়ে রিপোর্ট করতে পারেন।
  • কনটেন্টের যথার্থতা বুঝতে আমাদের ফ্যাক্ট চেকিং পার্টনারেরা আমাদের সাহায্য করে তাদের মধ্যে রয়েছে পলিটিফ্যাক্ট, লিড স্টোরিজ, সাইভেরিফাই, এএফপি। যদি ফ্যাক্ট চেকিং থেকে কোনো সিদ্ধান্তে আসা না যায় তাহলে আমরা সেই কনটেন্টের প্রচার তার ফর ইউ ফিডে সীমাবদ্ধ রাখি যাতে ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনা কমে।
  • নেটওয়ার্ক ও সন্দেহজনক কাজকর্ম চিহ্নিত করার জন্য আমরা ইন্ডাস্ট্রির সেরা থ্রেট ডিটেকশন প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করি।
  • ভ্যাকসিন বিরোধী এবং COVID-19 সংক্রান্ত ভুল তথ্য খুঁজে পাওয়ার কাজটা কঠিন করে তুলতে আমরা একাধিক ব্যবস্থা নিই। কনটেন্ট সরিয়ে দেওয়ার পাশাপাশি আমরা ভ্যাকসিন বা COVID-19 সংক্রান্ত সার্চ রিডাইরেক্ট করে দিই আমাদের কমিউনিটি গাইডলাইনের প্রতি এবং সার্চে অ্যান্টি ভ্যাকসিন হ্যাশট্যাগ অটোকমপ্লিট করি না।

TikTok-এ যে ব্যক্তিরা করোনাভাইরাস সম্পর্কিত হ্যাশট্যাগগুলি খুঁজে দেখার কথা ভাবেন, আমরা তাদের একটি অ্যাপ-মধ্যস্থ বিজ্ঞপ্তি দেখাই যা WHO-এর ওয়েবসাইট বা স্থানীয় জনস্বাস্থ্য এজেন্সিগুলিতে সরাসরি অ্যাক্সেস প্রদান করে, পাশাপাশি তাদের এমন কন্টেন্ট সম্বন্ধে রিপোর্ট করার কথাও মনে করিয়ে দেয় যা আমাদের কমিউনিটির নিয়মকানুন লঙ্ঘন করে।

আমাদের বিশ্বজোড়া টিমকে রক্ষা করা

গ্লোবাল সংস্থা হিসেবে আমরা আমাদের কর্মী এবং চারপাশের মানুষজনের নিরাপত্তাকে গুরুত্ব দিই। এটা মাথায় রেখে আমরা আমাদের গ্লোবাল টিমের জন্য ওয়ার্ক ফ্রম হোম নীতি নিয়েছি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সফর আপাতত বন্ধ রেখেছি। আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনা করছি এবং বিশ্বস্ত স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের পদক্ষেপ ঠিক করছি।